শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাগুরার মহম্মাদপুরে ইভটিজিং এর দায়ে তিন যুবকের কারাদণ্ড

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ৩:৪৫ পিএম

মাগুরার মহম্মাদপুরের রাজাপুর রাজপাঠ আর এস এ দাখিল মাদরাসার চার ছাত্রীকে মটর সাইকেল আরোহী তিন যুবক ইভটিজিং করলে তাদেরকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে স্বাধীন মোল্লা(২২), রহিম মিয়া(২৩) ও জনি শেখ(২২)। সাজাপ্রাপ্ত স্বাধীন ও রহিম মিয়াপানিঘাটা এলাকার নিটুল মোল্লার ও রহমান মিয়ার এবং জনি শেখ নড়াইল জেলার কালীগঞ্জ এলাকার আনিস শেখের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় মহম্মাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসিকুর রহমান এ দণ্ডাদেশ দেন। মহম্মাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন জানান, মাদরাসা ছুটি শেষে চার মাদরাসা ছাত্রী বাড়ী ফেরার পথে রাজপাঠ মধ্যপাড়া ঈদগাহ এলাকায় পৌছিলে দণ্ডপ্রাপ্ত তিন যুবক মটর সাইকেল থেকে ছাত্রীদের ওড়না টেনে ধরলে দুই ছাত্রীর সাথে উক্ত তিন যুবক পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন