শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাটগ্রামে বাল্যবিয়ের দায়ে বরের কারাদণ্ড

লালমনিরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ২:৩১ পিএম

বাল্যবিয়ের আসর থেকে আটক করে শাকিল আহমেদ (২১) নামে এক বরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দিনগত রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যজিস্ট্রেট আব্দুল করিম এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত শাকিল আহমেদ পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পশ্চিম জগতবেড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পাটগ্রাম থানা ওসি মনছুর আলী জানান, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের খেংটিবাড়ি এলাকার এক বাড়িতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করা হয়েছে। এমন খবরের ভিত্তিতে থানা পুলিশ নিয়ে ওই বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আব্দুল করিম। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে সবাই সটকে পড়লে বর শাকিল আহমেদকে আটক করা হয়। বাল্যবিয়ের দায়ে বর শাকিলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত শাকিলকে আজ শনিবার সকালে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মনছুর আলী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন