মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় আহত বাংলাদেশী যুবকের মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ১১:৩৬ এএম

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আহত আবদুর রহমান সাইমন (২০) নামের এক বাংলাদেশী যুবক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

শনিবার রাত ৮টার দিকে আফ্রিকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে সায়মনের মৃত্যুর বিষয়টি পরিবারকে নিশ্চিত করা হয়েছে। এরআগে সন্ধ্যায় স্থানীয় একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন তিনি। নিহত সাইমন নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ৭ লাখ টাকা খরছ করে দেড় বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় কাজের সন্ধানে যান সাইমন। পরে জোহান্সবার্গের ফ্রিডম পার্ক এলাকায় তার এক আত্মীয়ের দোকানে কাজ করতো সে। গত সোমবার ওই দোকানে কয়েকজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে হামলা চালালে সাইমন তাদের বাধা প্রদান করে। এতে সন্ত্রাসীরা তাকে গুলি করে আহত করে দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে পাশ্ববর্তী বাংলাদেশীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। শনিবার সন্ধ্যায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
উল্লেখ্য, গত দুই বছর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলীতে নোয়াখালীর ১৬ যুবক নিহত হয়। লাখ লাখ টাকা খরচ করে এরা কর্মের সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন