ধর্মকে হেয় প্রতিপন্ন করে কোন বক্তব্য প্রদান করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। ধর্মকে আঘাত করে এমন কোন লিফলেট, পোস্টার, ইলেক্ট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস/ছাপানো কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সম্পর্কিত বিষয়ে মন্তব্যের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। কারও বিরুদ্ধে ধর্মকে হেয় করে কোনো বক্তব্য-মন্তব্য করার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।
রোববার জগন্নাথের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি ফেইসবুকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ফরহাদ হোসাইন ফাহাদ নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তারে পুলিশকে চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছিল পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন