শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিশ্ব জাকের মঞ্জিলে ফাতেহা আজ

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

বিশ্ব জাকের মঞ্জিলের পীর ছাহেবের ইন্তেকাল দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকে পবিত্র ফাতেহা শরিফ শুরু হচ্ছে। দেশের বিভিন্নস্থ্ান ছাড়াও বিশ্বের কয়েকটি দেশ থেকে কয়েকলাখ মুসুল্লী এ ফাতেহা শরিফে যোগদানের লক্ষ্যে গত কয়েকদিন ধরেই বিশ্ব জাকের মঞ্জিলে সমবেত হচ্ছেন। মঙ্গলবার মাগরিব নামাজের বিশাল জামাতে বিশ্ব জাকের মঞ্জিলে কয়েকলাখ মুসুল্লী দোয়া-মোনাজাতে শরিক হবেন। এ মাহফিলে ওলামায়ে কেরামগন বিশ্ব জাকের মঞ্জিলের পীর ছাহেবের জীবনাদর্শের ওপরও আলোচনা করবেন।
রাত ৩ টায় রহমতের সময় থেকে ফজরের নামাজের আজান পর্যন্ত কোরয়ান তোলাওয়াত, মিলাদ, জিকির ও ফরজ নামাজ আদায় করা হবে। সকালে পীর ছাহেবের মাজার জিয়ারতের নিয়তে পুনরায় পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ শেষে ফাতেহা শরিফ পাঠান্তে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন