রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সাইক্লোনের আঘাতে মোজাম্বিকে নিহত ৪১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মে, ২০১৯, ৩:৩২ পিএম

আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মোজাম্বিকে সাইক্লোন ইদাই এর আঘাতে ৬০০ এরও বেশি মানুষ নিহত হওয়ার এক মাস যেতে না যেতেই সাইক্লোন কেনেথ আঘাত হানে দেশটিতে। জাতিসংঘের এক মুখপাত্র বুধবার জানায় যে, কেনেথের আঘাতে ৪১ জন নিহত হয়েছে। খবর জিনহুয়া।
জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরাসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, কমোরোসেও সাইক্লোন কেনেথের আঘাতে কমপক্ষে সাতজন নিহত এবং ২ শতাধিকেরও বেশি আহত হন। মানবিক বিষয়ক সমন্বয়ের জন্য জাতিসংঘের কার্যালয় জানিয়েছে যে, মোজাম্বিকের ৩৭ হাজার ৭০০ বাড়ি ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ১৪ হাজার ৬০০ জনেরও বেশি মানুষের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি খাবার ব্যবস্থা করেছে এবং মঙ্গলবার দুজন মেডিকসহ একটি দলকে ইবো জিলাতে মুতেমো আইল্যান্ডে জরুরি অবস্থা, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবা সরবরাহের জন্য নিযুক্ত করা হয়। কমোরোসেও প্রায় ৮০ শতাংশ খামার এবং ৬০ শতাংশের বেশি ফসল ধ্বংস হয়ে গেছে এবং সাইক্লোন ৩ হাজার ৮০০টি বাড়ি ধ্বংস করে দিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন