শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কদর রাত রমজান মাসেই হয়

এ. কে. এম ফজলুর রহমান মুন্শী | প্রকাশের সময় : ২০ মে, ২০১৯, ১২:০৩ এএম

তাফসিরে কুরতুবীতে উল্লেখ আছে যে, একদা জনৈক ব্যক্তি হযরত ইমাম হাসান (রা.)-কে জিজ্ঞেস করল, কদর রাত কি প্রত্যেক রমজান মাসেই হয়? এ বিষয়ে আপনার অভিমত কী? উত্তরে তিনি বললেন : আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তার নাম নিয়ে বলছি, প্রত্যেক রমজান মাসেই এই রাত আসে। এটি এমন একটি রাত, যাতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের মীমাংসা করা হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত তার সৃষ্টিকুলের জন্ম ও মৃত্যু, রিজিক ও কর্মপ্রবাহ সকল বিষয়ের এই রাতে ফয়সালা করে দেন।
প্রকৃতপক্ষে সময় ও কাল, দিন ও রাত্রির ক্রমধারা একটানাও অব্যাহত আছে এবং থাকবে। এর কোনো একটি অংশের- একটি মাত্র রাত্রির মর্যাদা ভিন্নতর হওয়ার বিষয়টি সাধারণত যেমন তাৎপর্যপূর্ণ তেমনি দুর্বোধ্যও বটে। কিন্তু কদর রাত্রির অসামান্য ও অসাধারণ মর্যাদা ও মাহাত্ম্য সম্পর্কে কুরআনুল কারীম ও হাদিসের এত অধিক ঘোষণা রয়েছে যে, তা সাধারণ মানুষের পক্ষে আয়ত্ত করা বড়ই কঠিন। এর রহস্য উদঘাটনে দু’টি কথা অবশ্যই বলা যেতে পারে। এক. আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকট এই রাতটির একটা ভিন্নতরও অনন্য বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা রয়েছে। যার কারণে তিনি এই রাতে অতিশয় গুরুত্বপূর্ণ ও মর্যাদাসম্পন্ন বিষয়াবলির ফয়সালা সৃষ্টির শুভ সূচনাকাল হতেই নিষ্পন্ন করে আসছেন। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। দুই. সময় ও কাল অনাদি ও অনন্ত। এর মাঝে কদর রাত্রির সময়টুকুর আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই আলাদা বৈশিষ্ট্যের কারণেই অনাদি ও অনন্তকাল ধরে মহান রাব্বুল আলামীন গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা এই রাতে সম্পন্ন করে থাকেন। তবে এ রাত্রিটির মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্য হলো- আল্লাহপাকের নিকট মকবুল ও মঞ্জুর হওয়া। এ বিষয়টি শুধু কেবল কদর রাত্রির মাঝেই বিশেষভাবে পাওয়া যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন