তুরস্কের বিরুদ্ধে পাতা অর্থনৈতিক ও নিরাপত্তা ফাঁদগুলো প্রতিনিয়িত ব্যর্থ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যিপ এরদোগান। রোববার তুরস্কের স্বাধীনতার শতবছর উপলক্ষে তিনি এসব কথা বলেন। খবর ইয়েনি শাফাকের।এরদোগান বলেন, প্রতিদিন আমরা নিজেদের উন্নত ভবিষ্যতের জন্য নতুন উচ্চাকাক্সক্ষা নিয়ে এগিয়ে চলি। তিনি বলেন, সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন। তারা নিঃসঙ্গ। তবে ইরাকের বিষয় একান্ত ইরাকিদের। পূর্ব ভূমধ্যসাগরীয় বিষয় উদ্বিগ্ন সাইপ্রাসরা। তুরস্ক রোববার দেশটির শততম স্বাধীনতা দিবস পালন করে। এ সময় তুরস্কের স্বাধীনতা যুদ্ধ ও আধুনিক তুরস্ক উত্থান নিয়ে বক্তব্য রাখেন এরদোগান। ১৯ মে তুরস্কের ইতিহাসে একটি মাইলফলক। যেদিন মোস্তফা কামাল হয়েছিলেন মোস্তফা কামাল আতাতুর্ক। তিনি কৃষ্ণ সাগরের সামসুন শহরে ইস্তানম্বুল থেকে এসেছিলেন যুদ্ধ সংগঠনের জন্য, যা চার বছর পরে উসমানীয় সাম্রাজ্যের অবশিষ্টাংশ আধুনিক তুরস্কে রূপান্তরিত হয়েছিল। আতার্তুক ১৯ মে-কে তুর্কি তরুণ জাতির জন্য যুব ও ক্রীড়া দিবস হিসেবে উৎসর্গ করেছিলেন। এ দিনটি জাতীয়ভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। এ দিনটিতে দেশটিতে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়। এ খবর দিয়েছে ইয়ানি শাফাক ও আনাদোলু। অপর এক খবরে রয়টার্স জানায়, আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের সঙ্গে ইফতার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। গেল শনিবার ইস্তাম্বুুলে ইফতার করেন তারা। এদিন অটোমান যুগের দলমাবাহাস রাজপ্রাসাদে রাজকীয় ইফতার পার্টি হয়। এতে এরদোগানের টেবিলের একপাশে বসেন ওজিল ও তার বাগদত্তা এমিনে গুলসে। এ সময় হাস্যোজ্জ্বল দেখা যায় তাদের। ইতিমধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায়। শিগগির বিয়ের আসরে বসছেন ওজিল। দীর্ঘদিনের বান্ধবী গুলসের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন তিনি। বহুল প্রতীক্ষিত এ বিয়েতে অতিথি হিসেবেও দেখা যেতে পারে এরদোগানকে। ইতিমধ্যে তুর্কি প্রেসিডেন্টের হাতে বিয়ের নিমন্ত্রণপত্র তুলে দিয়েছেন ওজিল ও গুলসে। সবাই তুরস্কে ব্যাপক জনপ্রিয়। সেই ছবি নিয়েও সমালোচনা হয়। ওজিল জার্মানির হয়ে খেললেও জাতিতে তুর্কি। তার হবু স্ত্রীও তুর্কি বংশোদ্ভূত। পেশায় মডেল ও অভিনেত্রী গুলসে অবশ্য সুইডেনের নাগরিক। গেল বছর বর্ণবৈষম্য ও অসম্মানের অভিযোগ এনে জার্মান জাতীয় ফুটবল দল থেকে সরে দাঁড়িয়েছেন ওজিল। এর নেপথ্যেও ছিলেন এরদোগান। রাশিয়া বিশ্বকাপের আগে তুরস্ক প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ওজিল। পরে এর একটি ভিডিও ক্লিপ নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। তাতে দেখা যায়, এরদোগানকে আর্সেনালের জার্সি উপহার দিচ্ছেন এ মিডফিল্ডার। বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি জার্মানরা। ইয়ানি শাফাক,আনাদোলু, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন