বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফুলপুরে ঘূর্ণিঝড় -শতাধিক বাড়ি লন্ডভন্ড : নিহত ১

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ১২:০৩ এএম

ফুলপুর উপজেলার ওপর দিয়ে সোমবার রাতে প্রচন্ড ঘ‚র্ণিঝড় বয়ে যায়। ঘ‚র্ণিঝড় ও শিলা বৃষ্টিতে শতাধিক ঘরবাড়ি, মার্কেট, ধর্মীয় প্রতিষ্ঠান লন্ডভন্ড ও বোরো ফসলসহ শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে গাছ উপরে পরে দেয়াল চাপায় ১ জন নিহত ও আহত হয়েছে ৩ জন।
জানা যায়, ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওপর সোমবার রাতে হঠাৎ করে ঘূর্ণিঝড় আঘাত হানে। ঘন্টাব্যাপি বয়ে যাওয়া ঝড়ে ভাইটকান্দি, সিংহেশ্বর, বালিয়া, রূপসী, পয়ারী, রহিমগঞ্জ, পৌরসভাসহ কয়েকটি ইউনিয়নে শতাধিক ঘরবাড়ি, মার্কেট, ধর্মীয় প্রতিষ্ঠান, গাছপালা, শিক্ষা প্রতিষ্ঠান লন্ডভন্ড ও বোরো ফসলসহ শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে বড়ইকান্দি ঈদগাহ মাঠ মা খাদিজা (রা.) মহিলা মাদ্রাসা, কাড়াহা বায়তুল আমান জামে মসজিদ, ইমাদপুর আব্দুল মজিদ মার্কেট, বালিয়া মোড়ে একটি মার্কেট, বড়পুটিয়া আ. জলিলের গরু খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। মা খাদিজা (রা.) মহিলা মাদ্রাসার টিনের চাল উড়িয়ে নেয়ায় মাদ্রাসার প্রায় ২০০ ছাত্র খোলা আকাশের নিচে ক্লাশ করছে। বড়পুটিয়া আ. জলিলের গরু খামারের ওপর ঝড়ে গাছ পরে ১টি বড় গরু মারা যায় এবং ৫ টি গরু আহত হয়। বিহারাঙ্গা বাজারে বিদ্যুতের পিলার ভেঙ্গে পড়ে ও দোকান ঘড়ের চাল উড়িয়ে নিয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন