শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নরসিংদীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

নরসিংদী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ১২:০০ পিএম

নরসিংদীর সদর উপজেলায় ট্রাক ও পিকআপ সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভগিরাথপুর এমএম পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন- পিকআপচালক আমির হোসেন (৩৫)।

সদর থানার ওসি আবু তাহের জানান, পিকআপটি নরসিংদী থেকে ঢাকায় যাচ্ছিল।

বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন