শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কর্ণফুলীতে পাথরবোঝাই লাইটার জাহাজ ডুবি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৯, ৩:১১ পিএম

চট্টগ্রাম বন্দরের ধারক কর্ণফুলী নদীতে পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজে থাকা ১১ জন নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে কর্ণফুলী শাহ আমানত সেতুসংলগ্ন এলাকায় জাহাজটি ডুবে গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক।
তিনি বলেন, জাহাজটি বন্দর চ্যানেলে ডুবেনি। শিকলবাহার কাছাকাছি নদীর তীরে আংশিক ডুবেছে। এজন্য জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) উপ-পরিচালক গিয়াস উদ্দিন বলেন, রাতে পাথর নিয়ে সী-ক্রাউন নামে একটি লাইটার জাহাজ কর্ণফুলী নদীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় আসে। সেটি শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে তীরের কাছাকাছি নোঙ্গর করে পাথর খালাস করছিল। কিন্তু ভোরের দিকে তলা ফেটে সেটি ডুবে গেছে। জাহাজটিতে নাবিক-শ্রমিক মিলিয়ে ১১ জন ছিল। তারা সবাই নিরাপদে তীরে উঠেছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন