শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৯, ১২:০৯ এএম

মাত্র দেড় মাসের ব্যবধানে আবারও হোয়াইট হাউসের বাইরে গায়ে আগুন দিয়ে আত্মহ্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, নিরাপত্তারক্ষীদের দ্রুততর পদক্ষেপে তাকে রক্ষা করা সম্ভব হয়েছে। এর আগে গত ১২ এপ্রিল একই রকমের আরেকটি ঘটনার মুখোমুখি হয়েছিল ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের সুরক্ষা বিভাগের তরফে জানানো হয়েছে, ওয়ান ওয়াশিংটন মসের কাছে ফিফথ অ্যাভিনিউ এবং কনস্টিটিউশন অ্যাভিনিউয়ের মোড়ে এলিপসে এই ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যান ওই ব্যক্তি। যদিও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভিয়ে ব্যক্তিটিকে উদ্ধার করে নিরাপত্তারক্ষীরা। লসঅ্যাঞ্জেলসভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেড এ ঘটনার ভিডিও প্রচার করেছে। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও কী কারণে তিনি এই কাজ করলেন, তা এখন এখনও স্পষ্ট নয়। এর আগে গত ১২ এপ্রিল হোয়াইট হাউসের গেটের সামনে হুইল চেয়ারের মতো দেখতে একটি ইলেকট্রিক স্কুটারে চেপে একজন তার জ্যাকেটে আগুন ধরিয়েছিল। ইন্ডিপেনডেন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন