সিলেটের বিশ্বনাথে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তপু দেবনাথ (১৯) নামের এক পুলিশ সদস্য। সোমবার সন্ধ্যা ৮টার দিকে থানা ভবনের ছাদে গিয়ে চাইনিজ রাইফেল দিয়ে নিজের বুকে গুলি চালান। সে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কাশিনগর গ্রামের তমাল চন্দ্রনাথের পুত্র।
পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে উপজেলার সর্বত্র চলছে আলোচনা সমালোচনা ঝড়।
এবিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ইনকিলাবকে বলেন, কি কারণে সে আত্মহত্যার চেষ্টা করেছে বিষয়টি এখনো পরিস্কার নয়। তবে তার অবস্থা আশঙ্কাজন বলে তিনি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন