শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দুপচাঁচিয়ায় কিশোরকে শ্বাঃস রোধ করে হত্যা

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০১৯, ১০:৩৭ পিএম | আপডেট : ১০:৫৯ পিএম, ১ জুন, ২০১৯

দুপচাঁচিয়া উপজেলা তালোড়ার নলঘরিয়া গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে দুস্কৃতিকারীরা নাঈম আহম্মেদ (১৭) নামে এক যুবককে শ্বাঃস রোধ করে হত্যা করেছে। জানা গেছে, উপজেলার তালোড়া নলঘরিয়া গ্রামের ওমর ফারুকের ছেলে নাঈম আহম্মেদ ঘটনার দিন রাতের খাবার সেরে মায়ের মোবাইলে ফাক্সি দেওয়ার জন্য বাহিরে যায়। এর পর আর বাড়ি ফেরে নাই।

পরের দিন গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন বাড়ি থেকে প্রায় ৭শত ফিট দূরে একটি ভিটার উপর তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তার প্রাথমিক সুরত হাল তৈরি করে। এ সময় লাশটির গলায় শ্বাঃস রোধ করে হত্যার চিহ্ন দেখতে পায়। পুলিশের ধারণা তাকে শ্বাস রোধ করে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখেছে। তার হত্যার রহস্য নিশ্চিত হওয়ার জন্য পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ রিপোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন