ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ছোট মৌকুড়ি গ্রামের মাঠ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। নিহত যুবকের নাম আরিফুল ইসলাম (৩২)। তিনি পেশায় ভ্যান চালক। নিহত আমিরুল কুষ্টিয়ার ইবি থানার শৈলগাড়ি গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে। রোববার সকালে ছোট মৌকুড়ি গ্রামের পীরতলা নামক স্থান থেকে আরিফুলের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঘাতক দলের সদস্য মিঠুন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মিঠুনের বাড়ি ইবি থানার গড়াইটুপি গ্রামে। তার স্বীকারোক্তি মোতাবেক ছোট মৌকুড়ি গ্রামের আমিরুল ইসলামের পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দা ও নিহত আরিফুলের ভ্যান উদ্ধার করেছে পুলিশ। গ্রামবাসি রোববার সকালে উপজেলার বড় মৌকুড়ী গ্রামের পীরতলা মাঠের ক্যানালের ধারে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রোববার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। শৈলকুপা থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, সামাজিক বিরোধের জের ধরে শনিবার রাতের কোন এক সময় খুনি মিঠুনসহ তার আরো দুই সহযোগী আরিফুলকে ধরে এনে গলা, হাতের কব্জি ও আঙ্গুল কেটে নৃশংস্যভাবে কুপিয়ে হত্যা করে। তিনি বলেন দ্রুততম সময়ের মধ্যে হত্যার মোটিভ ও ক্লু উদ্ধার করা হলো। এখন বাকী দুই আসামী গ্রেফতারে অভিযান চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন