ছাগলনাইয়া উপজেলা বিএনপির পূর্ব নির্ধারিত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হতে দেয়নি পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও পুলিশের বাঁধার মুখে সেখানে করতে না পেরে স্থানীয় জমদ্দার বাজারের একটি মার্কেটে ঈদ পুর্নমিলনী করে উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনের বিএনপির দলীয় প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন