শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইসলামের আদর্শ সকল মানুষের মাঝে পৌঁছে দিতে হবে

মাওলানা হাসান ইমাম মুন্সী

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সাধাণ সম্পাদক মাওলানা হাসান ইমাম মুন্সী বলেছেন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নামই ইসলাম, ইসলাম কোন গন্ডির ভেতর সীমাবদ্ধ নয়। এর পরিধি ব্যাপক। এরমধ্যে সকল মানুষের কল্যাণ নিহিত। দেশকে উন্নত করতে হলে একমাত্র ইসলামের নীতিকেই অনুসরণ করতে হবে। আমাকে আপনাকে ইসলামের আদর্শ সকল মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। গুনাহ মাপের মাস হিসেবে ও প্রশিক্ষণের মাস হিসেবে এসেছিল রমজান। সেই রমজানের প্রশিক্ষণ আমরা ১১ মাস ধরে রাখলেই আমাদের মাঝে আসবে না অশান্তি। শ্রমিক-কৃষকসহ সকলের অধিকার নিশ্চিত হবে।

তিনি গত বুধবার রাতে ইসলাম শ্রমিক আন্দোলন পলাশ থানা শাখা আয়োজিত থানা কাউন্সিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। নরসিংদীর ঘোড়াশাল বাজার আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন পলাশ থানা শাখার সভাপতি এমএ মোমেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ডা. মো. অহেদ মিয়া। বিশেষ বক্তা ছিলেন ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মো. মাসুদুর রহমান, সহ-সভাপতি হাজী মো. আমীর হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. নাসিম মিয়া, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম, শ্রমিক নেতা কাজী মোঃ হারুনুর রশিদ বাচ্চু, যুব আন্দোলন নেতা মোঃ দস্তগীর হামেদ, ছাত্র আন্দোলন নেতা মোঃ শেখ সাদী। বক্তব্য শেষে ইসলামী শ্রমিক আন্দোলন পলাশ থানা শাখার নব-গঠিত কমিটির নাম ঘোষণা করেন ইসলামী শ্রমিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ মাসুদুর রহমান। নব-গঠিত কমিটির সভাপতি হলেন আলমগীর হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি রোমান খান, সাধারণ সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. দানীছ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন