চাঁদপুর শহরের পুরান বাজারে কালি ও দূর্গা মন্দির ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর রাত ৪টার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় এক যুবক এ ঘটনা দেখে চিৎকার করলে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় লোকজনের অভিযোগ শত বছরের পুরনো কালী মন্দির রাতের আধারে দুর্বৃত্তরা ভেঙ্গে সবকিছু দখল করে নিয়েছে। চালানো হয়েছে ব্যাপক লুটপাট ধ্বংসযজ্ঞ।
তাদের অভিযোগ স্থানীয় সন্ত্রাসী ফরিদ, রাজু, হারুন,আতিকসহ আনুমানিক ১০-১৫ জন দুবৃত্ত এ ঘটনা ঘটিয়েছে।
পূজারীরা এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চাঁদপুর জেলা প্রশাসনকে অনুরোধ করেছেন দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন