আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা মিঠুর সমর্থক নুরুজ্জামান রাঢ়ি নামের এক ফল ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর করেছে প্রতিপক্ষ। আজ(বুধবার) গভীর রাতে পৌর এলাকার পাতাবালি গ্রামে এঘটনা ঘটে। অভিযোগ রয়েছে এর আগে প্রকাশ্যেদিবালোকে ভূক্তভোগী ঐ ব্যবসায়ীর ফলের দোকান ভাঙচুর করে আওয়ামীলীগের মনোনিত প্রার্থীর সমর্থকরা। এঘটনায় গ্রামের সাধারন ভোটারদের মধ্যে চাঁপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাচন কমিশন শেখ বদরুদ্দীন বলেন ‘ এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি।’ তবে কালকিনি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বলেন ‘ রাতের আঁধারে ঘর ভাঙচুরের খবর পেয়েছি। এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন