ছাগলনাইয়ায় বসত ঘরের জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় ছোট ভাই প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী সাহেদা আক্তার (৪২) গুরুত্বর জখম হয়েছে। এ সময় সন্ত্রাসীরা ঘরে আসবাবপত্র ও দরজা জানালা ভাংচুর করে প্রায় ঘন্টা ব্যাপী ব্যাপক তান্ডবলীলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আহত সাহেদা আক্তারকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকাল সাড়ে ৭টায় ছাগলনাইয়া পৌরসভার দক্ষিন সতর গ্রামের আব্দুল গফুর সওদাগর বাড়ীতে। এ ব্যাপারে পাকিস্তান প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী সাহেদা আক্তার বাদী হয়ে ভাসুর জাফর আহাম্মদসহ ৪ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারের বিবরণ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের পাকিস্তান প্রবাসী জসিম উদ্দিনের সঙ্গে বসত ঘরের জায়গা নিয়ে তার বড় ভাই জাফর আহাম্মদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে ঘটনারদিন সকালে জাফর আহাম্মদ তার পুত্র আরিফ হোসেন ভাড়াটে সন্ত্রাসী মো: আশিক, মো: সবুজসহ ৯/১০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী জসিম উদ্দিন ঘরে ঢুকে এলোপাতাড়ি হামলা চালায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন