শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চিত্রনায়িকা শিরিন শিলার ব্যস্ততা

অভি মঈনুদ্দীন : | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৯, ১২:০৫ এএম


 চলচ্চিত্রাভিনেতা রাশেদা চৌধুরীর অনুপ্রেরণায় এবং সহযোগিতায় সিনেমার নায়িকা হয়ে দর্শকের সামনে এসেছিলেন এই প্রজন্মের নায়িকা শিরিন শিলা। সিনেমায় আসার আগে রাশেদা চৌধুরীর সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন শিরিন শিলা। তিনিই মূলত শিলাকে সিনেমায় নায়িকা হিসেবে কাজ করার অনুপ্রেরণা দেন। একসময় রাশেদা চৌধুরী শিরিন শিলাকে পরিচয়ও করিয়ে দেন ওয়াজেদ আলী সুমনের সঙ্গে। পরবর্তীতে ওয়াজেদ আলী সুমনেরই ‘হিটম্যান’ সিনেমায় শাকিব খানের বিপরীতে কাজ করার সুযোগ পান। প্রথম সিনেমাতেই শাকিবের বিপরীতে কাজ করতে পারায় এবং নিজের পর্দায় নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে পারায় শিরিন শিলা চলচ্চিত্র নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। এরপর শাহীন সুমনের ‘মিয়া বিবি রাজি’ সিনেমায় প্রধান নায়িকা হিসেবে কাজ করার সুযোগ পান। এতে তার বিপরীতে অভিনয় করেন অমিত। আলোচনায় চলে আসেন শিরিন শিলা। শিরিন শিলা এরইমধ্যে শেষ করেছেন সাদেক সিদ্দিকীর নির্দেশনায় ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ। এটি মূলত লেডি অ্যাকশান নির্ভর একটি সিনেমা। শিরিন শিলা বলেন, ‘সাহসী যোদ্ধা সিনেমার গল্পটা অসাধারণ। এবারই প্রথম আমি লেডি অ্যাকশান নির্ভর কোন সিনেমায় অভিনয় করেছি। এতে আমার নায়ক ইমন। আরো অভিনয় করেছেন আমিন খান, পপিসহ আরো অনেকে। আমরা একটি পরিবারের মতো এই সিনেমাতে কাজ করেছি। সিনেমাটি মুক্তি পেলে দর্শকের অনেক ভালো লাগবে আশা করছি।’ শিরিন শিলা বর্তমানে ব্যস্ত আছেন অপূর্ব রানার ‘দরদ’ সিনেমা নিয়ে। এছাড়া অভিনয় করছেন ছটকু আহমেদ’র ‘এক কোটি টাকা’, মো: আসলামের ‘আমার সিদ্ধান্ত’তে। শিরিন শিলা শিগগিরই ‘ভেলকিবাজি’ নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এটি নির্মাণ করবেন মাসুম বাবুল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন