শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাদরাসার ছাত্ররাই ইসলামের পতাকাকে বয়ে চলেছে

মাওলানা ইসমাঈল নুরপুরী

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৯, ১২:০৯ এএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, শায়খুল হাদিস, মাওলানা ইসমাঈল নুরপুরী বলেছেন, মাদরাসার ছাত্ররাই যুগ যুগ ধরে ইসলামের পতাকাকে বয়ে চলেছে। ভবিষ্যতেও ইসলামের পতাকাকে সমুন্নত রাখতে মাদরাসার ছাত্রদেরকেই মর্দে মুজাহিদের ভূমিকা পালন করতে হবে। ইসলামের প্রচার-প্রসারে কাজ করতে হবে। তিনি বলেন, যেখানেই আল্লাহর কালাম পড়ানো হয় সেখানেই আসমান থেকে ফেরেশতা এসে সেই জায়গাটাকে চাদর দিয়ে ঢেকে রাখে। ফেরেশতারা সেখানে ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করেন। পৃথিবীর যারা কোরআন ও হাদিস পড়ে তারাই ইহ ও পরকালে সবচেয়ে সম্মানী ব্যক্তির মর্যাদা লাভ করবে। আগামী দিনগুলোতে মাদরাসা ছাত্ররাই ইসলামের সেই স্বর্ণযুগকে ফিরিয়ে আনবে।
তিনি গতকাল রায়পুরায় কয়েকটি মাদরাসায় মিশকাত শরীফ, বুখারী শরীফ ও হিদায়ার সবক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন দত্তপাড়া মাদরাসার শিক্ষক শায়খুল হাদিস, মাওলানা বশির উদ্দিন আহমেদ ও বৌয়াকুড় মাদরাসার প্রধান মুফতি মাওলানা রশিদ আহমেদ। একই দিন আমীরে মজলিস আল্লামা ইসমাঈল নুরপুরী বাঁশগাড়ি আলিনগর আয়েশা খাতুন মহিলা মাদরাসা, মৌলভী তায়েব উদ্দিন আহমদ মেজবাউল উলুম মাদরাসা, চান্দের কান্দি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা, চান্দেরকান্দি দারুল উলুম মহিলা মাদরাসা পরিদর্শন করেন। এর আগে আমীরে মজলিস এলাকায় পৌঁছলে এলাকার বহু সংখ্যক আলেম-ওলামা গন্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসা ছাত্র ছাত্রী তাকে অভ্যর্থনা জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন