মুক্তা চাষ গ্রামীণ বেকার ও সুবিধা বঞ্চিত নারীদের কর্মসংস্থানের একটি বিশাল ক্ষেত্র বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ের নারীরা সহজেই মুক্তা চাষে যুক্ত হতে পারবে। মুক্তা চাষের মতো উৎপাদনমুখী কর্মকাÐে তাদের সম্পৃক্ত করা গেলে আর্থিক স্বচ্ছলতার মাধ্যমে তাদের জীবনমান উন্নত হবে। তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারে আর্থিক সহযোগিতার মাধ্যমে অবদান রাখতে সক্ষম হবে।
গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটে ‘স্বাদুপানির ঝিনুকে মুক্তা চাষ : গবেষণা অগ্রগতি ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক (ডিজি) ড.ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মো. লিয়াকত আলী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন