বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

সস্ত্রীক পাকিস্তান সফরে যুবরাজ উইলিয়াম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

ব্রিটিশ যুবরাজ উইলিয়াম তার স্ত্রী কেট মিডলটনকে নিয়ে পাকিস্তান সফরে যাচ্ছেন। রোববার কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে এক টুইট বার্তায় ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজের এই সফরের কথা ঘোষণা করা হয়। বার্তায় বলা হয়, পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের আমন্ত্রণে আগামী বসন্তে পাকিস্তান সফরে যাচ্ছেন ব্রিটিশ যুবরাজ উইলিয়াম ও তার স্ত্রী কেট। এই প্রথম পাকিস্তান সফরে আসছেন যুবরাজ উইলিয়াম। এর আগে ১৯৬১ ও ১৯৯৭ সালে পাকিস্তান সফরে এসেছিলেন ব্রিটিশ রাণী এলিজাবেথ। ২০০৬ সালে সফর করেন প্রিন্স অব ওয়েলস চার্লস। প্রিন্সেস অব ওয়েলস ডায়নাও কয়েকবার পাকিস্তান সফর করেছেন। লন্ডনের পাকিস্তান হাইকমিশন রাজপরিবারের এ সফরের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। পাকিস্তানের হাইকমিশনার মোহাম্মদ নাফিজ জাকারিয়া বলেন, যুক্তরাজ্য ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সুসম্পর্কই এ রাজপরিবারের আসন্ন সফরের মাধ্যমে প্রকাশ পাবে। এ সফরের মাধ্যমে দু’দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও মজবুত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তবে ডিউক ও ডাচেস অব সাসেস্ক যুবরাজ হ্যারি ও মেগান মার্কেল এই সফরে যোগ দিচ্ছেন না। তারা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন, এই বসন্তে তারা তাদের আফ্রিকা সফরেই ব্যস্ত থাকবেন। ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন