বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, বিশ্ববিদ্যালয় ক্লাসের মধ্যে সীমাবদ্ধ না। জ্ঞান অর্জনের জন্য যা আয়োজন করা দরকার তা করতে হবে। গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মজয়ন্তী ও আন্তর্জাতিক সেমিনারে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের আলোচনা পর্বে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মহীবুল আজিজের সভাপতিত্ব করেন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. মোনালিসা দাস, ওই বিশ্ববিদ্যালয়ের নজরুল সেন্টারের সোশ্যাল এন্ড কালচারাল স্টাডিজের ডিরেক্টর ড. স্বাতী গুহ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মানবেন্দ্রনাথ সাহা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন