আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে দেয়াল ধসে তাসিম হোসেন নামে দেড় বছরের শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।
বুধবার সকালে আশুলিয়ার কাঠগড়ার দোকাটি এলাকায় হাজী আকবর আলীর মালিকানাধীন একতলা ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ডিইপিজেডের ফায়ার সার্ভিস দল ও থানা পুলিশ উপস্থিত হয়। আহতের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শিশু তাসিম নাজমুল হোসেনের ছেলে। আহতরা হলেন, আবুল কালাম, দিপু মিয়া, মৌসুমী আক্তার ও ৬ বছরের শিশু মিম। তারা সবাই এই বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সকালে রান্না করতে গিয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একতলা ভবনের দুই পাশের দেয়াল ধসে পড়েছে। এসময় দেয়ালের নিচে চাপা পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন