শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কোনো নায়ক আমার সঙ্গে কাজ করতে চাইছিল না তাই ফাওয়াদ খানকে আনা হয় -সোনম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম

“প্রথম দিকে, যখন আমি এই জগতে এসেছিলাম, সবাই বলত আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি,” সোনম কাপুর আহুজা এক সাময়িকীকে সাক্ষাতকারে বলেন, “তারা জানত না ‘সাভারিয়া’ (২০০৭), ‘দিল্লি সিক্স’ (২০০৯) আর আমি যেসব ফিল্মে কাজ করেছি তার সবগুলোর জন্য আমাকে অডিশন দিতে হয়েছে। আমি শুধু প্রথম সাক্ষাতের সুযোগ পেয়েছি। এই সব!” সবারই জানার কথা সোনম অভিনেতা অনিল কাপুরের কন্যা এবং নির্মাতা বনি কাপুরের ভাতিজি। সোনম জানিয়েছেন ‘খুবসুরত’ (২০১৪) ফিল্মের নির্মাতাদের জন্য তার বিপরীতে নায়ক পেতে রীতিমত গলদঘর্ম হতে হয়েছিল। চলচ্চিত্রটির নামের জন্য কোনও অভিনেতা রাজিই হচ্ছিল না। “আমি ঠিক বর্ণনা করতে পারব না ‘আয়িশা’ (২০১০) নির্মাণ কতটা কঠিন হয়েছিল। আপনি কি জানেন ‘খুবসুরত’ নির্মাণে কতটা শ্রম দিতে হয়েছিল? নাম খুবসুরত বলে কোনও নায়ক কাজ করতে রাজি হচ্ছিল না। শেষে পাকিস্তান থেকে ফাওয়াদ খানকে ডেকে আনা হয়। আর দেখুন কী ঘটল! ফাওয়াদ খান বড় তারকা হয়ে গেলেন। তার সেই আত্মবিশ্বাস ছিল,” তিনি বলেন। সোনমকে সর্বশেষ দেখা গেছে ‘এক লাড়কি কো দেখা তো এয়সা লাগা’তে। দুলকার সালমানের বিপরীতে তার ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ২০ সেপ্টেম্বর মুক্তি পাবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
সোয়েব আহমেদ ৬ জুলাই, ২০১৯, ১:৪১ এএম says : 0
সব পেশাতেই শুরুটা অনেক কঠিন।
Total Reply(0)
নাম প্রকাশে অনিচ্ছুক ৬ জুলাই, ২০১৯, ১:৪১ এএম says : 0
সবাইকেই নিজের যোগ্যতা দিয়ে জায়গা করে নিতে হয়। এখানে সোনম তাই করেছেন।
Total Reply(0)
হৃদয় ৬ জুলাই, ২০১৯, ১:৪২ এএম says : 0
সোনম আমার প্রিয় নায়িকা। সফলতা কামনা করছি।
Total Reply(0)
সৈকত ফকির ৬ জুলাই, ২০১৯, ১:৪২ এএম says : 0
সফল হতে হলে বাধা পাড়ি দিতে হবেই। সে যেই হোব না কেন
Total Reply(0)
নাসির ৬ জুলাই, ২০১৯, ১০:১০ এএম says : 0
ভালো অভিনেত্রী
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন