শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঘরের বেড়া কেটে ছাত্রীকে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৯, ৬:২৪ পিএম

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর চৌদ্দ বছর বয়সের এক ছাত্রী কে পাঠ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ৷ উপজেলার তালখড়ী ইউনিয়নের টিওরখালী গ্রামে ৬ জুলাই শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ধর্ষিত ছাত্রীর পরিবার জানান, শনিবার স্কুলের পরীক্ষা শেষে সে বাড়ী এসে রাত ১০টা পর্যন্ত ঘরে টিভি দেখে ঘুমিয়ে পড়ে ৷ এ সময় অজ্ঞাত দুষ্কৃতিকারী টিনের বেড়া কেটে ঘরে ঢুকে তার হাত,পা ও মুখ বেঁধে পার্শ্ববর্তী পাট ক্ষেতে নিয়ে যায় ৷ সেখানে ধর্ষণ শেষে তাকে হত্যা করার উদ্দেশে গলায় দড়ি বেঁধে রেখে পালিয়ে যায় বলে জানা যায়৷ পরে জ্ঞান ফিরে আসলে সে পাট ক্ষেত থেকে হামাগুড়ি দিয়ে উঠে তার চাচার বাড়ীকে গিয়ে আবার জ্ঞান হারিয়ে ফেলে ৷ এ সময় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ সজ্জা হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তরীকুল ইসলাম জানান, এব্যাপারে এখন ও কোন মামলা হয়নি ৷ তবে মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ ডাক্তারি পরীক্ষা শেষ হলে বিস্তারিত জানা যাবে ৷

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন