শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুমিল্লায় কওমী মাদরাসার সাফল্য

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

অভাবনীয় সাফল্য অর্জন করেছে কুমিল্লার আয়েশা ছিদ্দিক্বা রা. মহিলা মাদরাসা। আলহাইয়্যাতুল উলয়া লিল জামিয়াতুল কওমিয়া ও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড -বেফাক’র অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় ৩১৩জন শিক্ষার্থীর মধ্যে ৩৩জন শিক্ষার্থী মেধা তালিকায় শীর্ষস্থান অর্জন করায় গতকাল মঙ্গলবার নগরীর ইপিজেড গেইটে অবস্থিত মাদরাসায় কৃতি শিক্ষার্থী সম্মাননা ও পুরস্কার বিতরণ আয়োজন করা হয়। অতিথি ছিলেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ, কুমিল্লা শিক্ষাবোর্ড জামে মসজিদের সাবেক খতিব ও মাদরাসার পরিচালনা বোর্ডের সাধারণ সম্পাদক আ.নো.মো. মোস্তাফিজুর রহমান, বেফাকের পরীক্ষা-নিয়ন্ত্রক ও মাদরাসার উস্তাযুল বুখারি মাওলানা মুহাম্মদ আবদুল কুদ্দুছ, ভাইস প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ ফজুলল হক, কমিটির সদস্য আবদুল মতিন। সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি প্রফেসর ডা. হারুন-অর-রশীদ ভূইয়া। মাদরাসার শিক্ষা সচিব মুফতি মুহিউদ্দীন আহমাদ মাসুম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন