বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাউজানে ২৫ লিটার মদসহ যুবক আটক

রাউজান উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ৮:৩১ পিএম | আপডেট : ৮:৩২ পিএম, ১০ জুলাই, ২০১৯

চট্টগ্রামের রাউজানে ২৫ লিটার মদসহ মো. ইয়াছিন ওরফে সুমন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টা ১০ মিনিটের সময় রাউজান পৌরসভারস্থ তালুকদার মার্কেটের সামনে চেকপোস্টের পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে বস্তাভর্তি ২৫ লিটার মদ জব্দ করা হয়। ধৃত আসামী ইয়াছিন ওরফে সুমন হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শার ১ নম্বর ওয়ার্ডের কাসেম চেয়ারম্যান বাড়ির আবুল হাশেমের পুত্র। এ প্রসঙ্গে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ী চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম নগরীতে যাওয়ার খবর পেয়ে চেকপোস্ট বসিয়ে ২৫ লিটার মদসহ এক যুবককে আটক করা হয়েছে। রাসেল নামের অপর একজন কৌশলে অনটেস্ট মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আটককৃত ওই যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে বুধবার দুপুরে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন