নারায়নগঞ্জের আড়াইহাজারে এক শারিরীক প্রতিবন্ধী আম ব্যবসায়ীর ২লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার ভোর ৫ টার দিকে উপজেলার ব্রাম্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বাটি গোপিন্দী গ্রামের মৃত আঃ রউফের ছেলে শারীরিক প্রতিবন্ধী মোঃ মতিন মিয়া রবিবার ভোর ৫ টার দিকে আমের চালান আনার জন্য বাড়ী থেকে ভুলতা- গাউছিয়া যাওয়ার পথে বালিয়া পাড়া পাকা ব্রীজের কাছে ছিনতইকারীদের কবলে পরেন।
আঃ মতিন জানান, ৩ জন ছিনতাইকারী তাকে পিটিয়ে সাথে তহবিল ব্যাগে থাকা ২লাখ এবং পড়ণের লু্িঙ্গতে থাকা ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়া যায়।
সে সময় বাজারে কোন লোকজন না থাকায় ছিনতাইকারীরা পালিয়ে যায়। তার চিৎকারে ওই সময় গরু জবাই কালে একজন কসাই দৌড়ে এসে তাকে উদ্বার করেন। আঃ মতিন ছিনতাইকারীদের মধ্যে একজনকে চিনতে পেরেছেন। তার নাম নাজমূল সে বালিয়াপাড়া গ্রামের আঃ কাদিরের ছেলে। এ ব্যপারে আঃ মতিন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আড়াইহাজার থানার উপপরিদর্শক এস আই হুমায়ন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন