বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে বিভাগীয় পর্যায়ে রোলার স্কেটিং প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার রংপুর বিভাগের লালমনিরহাটে তিনশ’ স্কেটারের অংশগ্রহনে শুরু হয়েছে টুর্নামেন্ট। লালমনিরহাট সরকারী কলেজে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান। এ সময় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আহাদ খন্দকার লেনিন উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে অংশ নেয়া জেলাগুলো হল- রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন