বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন ব্যবস্থাপনায় ১ম প্রেসিডেন্ট কাপ রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপের (স্পীড স্কেটিং ও রোল বল) খেলা শেষ হয়েছে। শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে পুরুষ বিভাগের ফাইনালে লেজার স্কেটিং ক্লাব ৩-১ গোলে স্পীড স্কেটিং ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে নেয়। বিজয়ী দলের হয়ে হৃদয় দু’টি এবং তামিমুর রহমান একটি গোল করেন। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন সভাপতি মো: আবুল কালাম আজাদ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: মাসুদ করিম। আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি মো: শহিদুল্লাহ, মো: কামাল হোসেন, সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান, যুগ্ম সম্পাদক আশরাফুল আলম মাসুম, জুম্মন রাজ ও কোষাধ্যক্ষ মো: ফিরোজুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন