শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সখিপুরে বাল্যবিয়ে করায় দায়ে বরকে ১ মাসের কারাদণ্ড

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ৬:৩৪ পিএম

টাঙ্গাইলের সখিপুরে বাল্যবিয়ে করায় দায়ে জাহাঙ্গীর আলম (২৬) নামের এক বরকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৯জুলাই) রাতে আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, উপজেলার গড়বাড়ি এলাকার করিম মন্ডলের ছেলে জাহাঙ্গীরের (২৫) সঙ্গে চাটারপাড়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী নুরুন্নাহার আক্তার (১৫) বাল্য বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই বাড়িতে গিয়ে বর ও কনেকে ধরে আনেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর জাহাঙ্গীর আলমকে ১ মাসের কারাদন্ড দেয়। এসময় বর ও কনের অভিভাবকরা পালিয়ে যায়।সখিপুর থানার উপ-পরির্দশক এস আই সিরাজুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের রায় পেয়ে বর জাহাঙ্গীর আলমকে শনিবার টাঙ্গাইল কারাগারে পাঠানো হবে।এ বিষয়ে আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, বাল্য বিয়ের সংবাদে পেয়ে ওই বাড়িতে গিয়ে বরকে ১ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। অপরদিকে একই রাতে গোপনে দাড়িয়াপুর সারপেচ এলাকায় হকের মেয়ে ৫ম শ্রেনীতে পড়–য়া রুম্পার বাল্যবিবাহ সম্পন্ন হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন