বেনাপোলের অগ্রভুলোট সীমান্তে আজ শনিবার ভোররাতে
বিজিবি ও মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুক যুদ্ধে বাংলাদেশী এক মাদক ব্যবসায়ী নিহত ও বিজিবির এক হাবিলদার গুরুতর জখম হয়েছে।
নিহত সুজন বেনাপোল কাগজ পুকুর গ্রামের মো: মোস্তফার ছেলে। গুরুতর আহত বিজিবি হাবিলদার আকমল হোসেন ২১ বিজিবি ব্যাটালিয়নের অগ্রভ‚লোট ক্যাম্পে কর্মরত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সকালে হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এসময় ঘটনাস্থল থেকে ফেন্সিডিল ও বোমা উদ্ধার করেছে বিজিবি।
২১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ১০/১২ জনের একটি মাদক ব্যবসায়ীর দল ফেন্সিডিল নিয়ে ভারত সীমান্ত পার হয়ে অগ্রভুলোট সীমান্তে প্রবেশ করেছে। এমন ধরনের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের লক্ষ্যকরে কয়েকটি বোমা নিক্ষেপ করলে আকমল হোসেন নামে এক বিজিবি’র হাবিলদার গুরুতর আহত হন। পরে বিজিবি সদস্যরা মাদক ব্যবসায়ীদের লক্ষ্য করে পাল্টা কয়েক রাউন্ড গুলি চালালে সুজন নামে এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনাস্থল থেকে ফেন্সিডিল ও ৩ টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। বোমা নিস্কৃয় করতে র্যাবের একটি বোমা ডিজপোজাল টিম ঘটনাস্থলে এসে নি¯কৃয় করেছে। নিহত সুজনের লাশ যশোর সদর হাসপাতালে রয়েছে বলে বিজিবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন