শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কেরানীগঞ্জে ৫০জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের ভারতীয় চিকিৎসকদের চিকিৎসা প্রদান

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ২:৫৯ পিএম

ঢাকার কেরানীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদেরকে একদল ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদান করা হয়েছে। এই বিনামূল্যে চিকিৎসা প্রদান উপলক্ষে আজ শনিবার(২৭জুলাই) সকাল সাড়ে ১১টায় কেরানীগঞ্জের ডাকপাড়া এলাকায় ফালগুন কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সজীব সোসাইটি ও কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিনামূল্যে এই চিকিৎসা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মাধ্যমে কেরানীগঞ্জের একমাত্র বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৫০জন শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এই চিকিৎসা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারতের চেন্নাই আইয়ুশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ সারাভানান লক্ষসমানান, ভারতের চেন্নাই আইয়ুশ হাসপাতালের পরিচালক ডাঃ হারিস, ভারতের চেন্নাই ইউনাইটেড হেলথ ট্যুরিজমের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা শাহিন শাহ, সজীব সোসসাইটর সেক্রেটারি কাম এক্সিকিউটিভ ডাইরেক্টর মোঃ আইনুল হক ,কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্দী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ডাঃ মোঃ জাকির হোসেন ,ডাঃ এম এ সোবহান প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব ফকরুল আলম। অনুষ্ঠানে উপস্থিত বুদ্ধি প্রতিবন্দী ও অটিস্টিক শিশুদের পিতা-মাতাদের কাছে তাদের সন্তানদের বিভিন্ন অভিযোগ শুনে ভারতীয় চিকিৎসকগন সেইভাবে তাদের তাঃক্ষনিক চিকিৎসা প্রদান করেন। ভারতীয় চিকিৎসকগন বলেন, পর্যায়ক্রমে তারা বাংলাদেশে এসে আরো বুদ্ধি প্রতিবন্দী ও অটিস্টিক শিশুদের তারা চিকিৎসা প্রদান করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন