শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রেলওয়ে পূর্বাঞ্চলে মশা নিধন তৎপরতা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

মশা নিধনে বিভিন্ন সচেতনমূলক কার্যক্রম হাতে নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। এ উপলক্ষে গতকাল (রোববার) নগরীর সিআরবি থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কদমতলী গিয়ে পুনরায় সিআরবিতে ফিরে আসে।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা প্রয়োজন। এর মধ্যে রয়েছে- নিজের অফিসের আশপাশে পরিষ্কার রাখা। পাত্রে জমে থাকা পানি ফেলে দেয়া। ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমানো। তিনি কর্মকর্তা-কর্মচারীদের ডেঙ্গু প্রতিরোধে কাজ করারও নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাব্যবস্থাপক সরদার সাহাদাত আলী, প্রধান যন্ত্র প্রকৌশলী মো. মিজানুর রহমান, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক এসএম মুরাদ হোসেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন