শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

যুব কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ইউনিসেফের পাশে সামিট

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৯, ৫:৩৬ পিএম

জনসংখ্যায় যুব জনগোষ্ঠী বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। এই যুব জনগোষ্ঠীর সমৃদ্ধির জন্য প্রয়োজন উপযুক্ত দক্ষতা। সামিট তার সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে স্কুল বহির্ভূত তরুণ-তরুণীদের জীবিকার জন্য দক্ষতা বিকাশে বিভিন্ন প্রশিক্ষণ যেমন মটর সাইকেল মেকানিকস, মোবাইল ফোন এবং এয়ার কন্ডিশনার সার্ভিস সহ দেবার জন্য ইউনিসেফকে সহায়তা করছে।

সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী অত্যন্ত মেধাবী এবং কঠোর পরিশ্রমী। আমরা স্কুল-বহির্ভূত কিশোর-কিশোরীদের কর্মসক্ষমতার বিকাশের জন্য ইউনিসেফকে সহযোগিতা করছি।

অনুদান হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামিট গ্রুপের পরিচালক আজিজা আজিজ খান এবং ইউনিসেফ বাংলাদেশের কর্পোরেট এলায়েন্সেস এবং সিএসআর বিশেষজ্ঞ সাইমন পিকাপ ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন