বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে বাধা দেয়া হয়েছে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তমকে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কাদের সিদ্দিকী বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে গেলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার গতিরোধ করেন এবং প্রায় আধা ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন বলে অভিযোগ করেন কাদের সিদ্দিকী। এরপর তিনি সেখান থেকে ফিরে যান। গতকাল কৃষক শ্রমিক জনতা লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কাদের সিদ্দিকীকে ‘ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে’ প্রবেশ করতে না দেয়ায় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতিক তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
এদিকে দলটির যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী জানান, বঙ্গবন্ধু ভববে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা রক্ষীদের পক্ষ্য থেকে কাদের সিদ্দিকীকে জানানো হয়, আজকে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরাই কেবল ৩২ নম্বরে প্রবেশ করতে পারবেন, অন্যরা নয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন