শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে আটক ১

শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

কুড়িগ্রামের উলিপুরে ফেসবুক ম্যাসেঞ্জারে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস করার অপরাধে মাঈদুল ইসলাম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার ভোররাতে রংপুর র‌্যাব-১৩ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক যুবক উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বাজার এলাকার ফুলবাবুর পুত্র। সে বজরা এল, কে আমিন কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র হিসেবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‌্যাব এর হেফাজতে রাখা হয়েছে।

রংপুরের র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন জানান, বৃহস্পতিবার মাইদুল ইসলাম তার ফেসবুক ম্যাসেঞ্জারে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন নিশ্চিত কমন পড়ার কথা বলে দেয়। এ খবরের সুত্র ধরে তাকে শুক্রবার ভোররাতে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন