শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভূরুঙ্গামারীতে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা

কুড়িগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৯, ৪:২৪ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদ্য-সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান (অবঃ), সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা ওছমান আলী, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, এএসপি (সার্কেল) শওকত আলী, ওসি ইমতিয়াজ কবির প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা ওসমান গণি।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি বলেন, মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে ১৫ দফা সুপারিশ প্রণয়ন করা হয়েছে যা শীঘ্রই প্রধানমন্ত্রী’র কাছে পেশ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন