বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে মৌলভীবাজারে সব ধর্মের প্রতিনিধি নিয়ে আলোচনা সভা

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৯, ৩:২৫ পিএম

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে মৌলভীবাজারে সব ধর্মের প্রতিনিধি নিয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। শনিবার ২৩ নভেম্বর দুপুরে মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক ও বিশিষ্ট নাট্যাভিনেতা পিযুষ বন্দোপাধ্যায়।

অনুষ্ঠানে কবি সৌমিত্র দেব টিটুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, সম্প্রীতি বাংলাদেশ সদস্য মিহির কান্তি ঘোষাল, মুসলিম কমিউনিটির পক্ষে মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন, হিন্দু কমিউনিটির পক্ষে নির্মল কান্তি দেব, বৌদ্ধ কমিউনিটির পক্ষে ইপা বড়–য়া, খ্রিস্ট কমিউনিটির পক্ষে টিমোথি মান্নান প্রমুখ।

প্রধান বক্তা পিযুষ বন্দোপাধ্যায় বলেন, এদেশটি একটি সম্প্রীতির দেশ, এদেশটি সত্যিকার অর্থেই একটি মানবিক সৌহার্দের দেশ, সহযোগিতা সহমর্মিতার দেশ, ভ্রাতৃত্বের দেশ। কিছু কিছু দুষ্কৃতিকারীরা মুক্তিযুদ্ধের চেতনার পিঠে কুড়াল মারছি, সম্প্রীতির সংষ্কৃতির পায়ে কুড়াল মারছি, পেছন থেকে ছুরি মারছি। এসব দুষ্কৃতিকারীদের কোন দেশ নাই, এদের কোন জাতি নাই, এদের কোন ধর্ম নাই, এদের কোন লক্ষ্য নাই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন