শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

রাসুল (সা.) এর আদর্শ বাস্তবায়নেই দুনিয়া ও আখেরাতে শান্তি

জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায়-নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৭:২৬ পিএম

রাসুল (সা.) এর পরিবারকে জানের চেয়ে বেশি মহব্বত করতে হবে। সমাজে রাষ্ট্রে রাসুল (সা.) আদর্শ বাস্তবায়ন করতে পারলেই দুনিয়া ও আখেরাতে শান্তি লাভ করা যাবে। দুনিয়ার ফেৎনা-ফাসাদ থেকে বেঁচে থাকতে হলে রাসুল (সা.) আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে রাজারবাগ দরবার শরীফের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। রাসুল (সা.) এর পরিবারের সদস্যদের শান-মান ও মর্যাদা নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহম্মদ মশিউযযামান বেলাল।এতে আরো বক্তব্য রাখেন, মুহম্মদিয়া জামিয়ার গবেষক মুহাদ্দিস মুহম্মদ আল আমীন, মুফতি শুয়াইব আহমদ। নেতৃবৃন্দ বলেন, রাসুল (সা.) এর শানে যারা বেয়াদবি অথবা কটূক্তি করবে তাদের শরীয় শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করতে হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন