শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফুলপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ১:২১ পিএম

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার (৯ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় "ফুলপুর হানাদার মুক্ত দিবস" পালিত হয়েছে।

এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, হেলডস ওপেন স্কাউট গ্রুপ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিঃ যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা এমএ হাকিম সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময মুক্তিযোদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে ফুলপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামীলীগের সিনিঃ যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এমএ হাকিম সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাদশা আলমগীর, সাংবাদিক এ টি এম রবিউল করিম রবি, উপজেলা সেচ্চাসেবকলীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূইযা।

এসময আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, হেলডস ওপেন স্কাউট গ্রুপের মহাসচিব তাসফিক হক নাফিও সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন