শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঘোষণা দিয়ে যান চলাচল বন্ধ হলো সিলেটের ক্বিন ব্রিজে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ১১:২৭ এএম

পর্যটন নগরী সিলেটের দু‘পারের বন্ধন ঐতিহাসিক ক্বিন ব্রিজ দিয়ে যান পারাপার বন্ধ করা হয়েছে। আজ রোববার সকাল থেকে পূর্ব ঘোষনা দিয়ে সংস্কারের জন্য বন্ধ করে কর্তৃপক্ষ। সিলেটের ইতিহাস ঐতিহ্যের স্বাক্ষী এই সেতুটি দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। সেই সাথে পর্যটকদের নিকট দর্শনীয়ও বটে। চলাচল উপযোগী রাখার জন্য কর্তৃপক্ষ সেতুটি সংস্কারের উদ্যোগ গ্রহন করেছেন কর্তৃপক্ষ। তবে এই সময়ে পায়ে হেঁটে সেতুটি পারাপার হতে পারবেন পথচারীরা। এব্যাপারে সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব বলেন, সেতুটি দিয়ে রিকশাসহ সব ধরণের যান চলাচল বন্ধ থাকবে। সিটি করপোরেশন, সড়ক ও জনপথ বিভাগ এবং পুলিশের ট্রাফিক বিভাগ মিলে সমন্বিতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ব্রিটিশ আমলে ১৯৩৩ সালে সুরমা নদীর ওপর এই ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ব্রিজটির নির্মাণ শেষে ১৯৩৬ সালে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। আসাম প্রদেশের তৎকালীন গভর্নর মাইকেল ক্বিনের নামে এই সেতুর নামকরণ করা হয় ক্বিন ব্রিজ। দৃষ্টিনন্দন লোহার পিঞ্জিরার ওপর লাল রং দেওয়া ব্রিজটির অবকাঠামো দেখভালের দায়িত্বে রয়েছে সড়ক ও জনপথ বিভাগ। স্বাধীনতা যুদ্ধ শেষে সিলেট শহর থেকে পাক সেনারা পালিয়ে যাওয়ার সময় ঐতিহাসিক ক্বীন ব্রিজে মাইন বিস্ফোরণ ঘটালে এর একাংশ ধসে যায়। স্বাধীনতা পরবর্তী সরকার সেতুটি মেরামত করে যান চলাচল উপযোগী করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন