ভেদরগঞ্জ উপজেলায় একটি বেইলি ব্রিজ ভেঙে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ব্রিজটির দুপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে শরীয়তপুরের উপজেলার সাজনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের এ ব্রিজটি দীর্ঘদিন ধরে নড়বড় অবস্থায় থাকায় কয়েক মাস আগে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সড়ক বিভাগ। এ সময় তারা ব্রিজটির সর্বোচ্চ ধারণক্ষমতা তিন টন হিসেবে নির্ধারণ করে দেয়।
কিন্তু সড়ক বিভাগের নির্দেশনা উপেক্ষা করে প্রতিদিনই অতিরিক্ত ওজন নিয়ে শত শত যানবাহন ব্রিজটির ওপর দিয়ে চলাচল করতে থাকে। মঙ্গলবার সকালে (ঢাকা মেট্রো ট ১৬-৪৭৭০) নামের ২২ টন ওজনের একটি কয়লাবাহী ট্রাক ব্রিজটির ওপর দিয়ে যাওয়ার সময় স্লিপার ভেঙে আটকে যায়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন