শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় মাদক মামলায় ২ যুবকের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ২:২২ পিএম
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদক মামলায় অভিযুক্ত দুই যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের খেজমত মণ্ডলের ছেলে মো. রুবেল(২৫) ও একই গ্রামের মৃত মসলেম মণ্ডলের ছেলে ভাংগন মণ্ডল (২৭)।

এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটজনকে বেকসুর খালাস দেয়া হয়। মামলাটির আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মীর আশরাফুল ইসলাম ও অ্যাডভোকেট তরুণ সরকার।

আদালতসূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৯ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদী তীরবর্তী মোহাম্মদপুর গ্রামে অভিযান চালায়।

এ সময় আসামি রুবেল ও ভাংগন মণ্ডলের দেহ তল্লাশি করে ৮টি পলিথিন প্যাকেটজাত ৮০০ গ্রাম হেরোইনসহ জব্দ করা হয়।

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, কুষ্টিয়ার পরিদর্শক তারেক মাসুদ বাদী হয়ে দৌলতপুর থানায় ৪০ জনকে আসামি করে একটি মামলা করেন।

 

 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন