শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

ঢাবিতে মার্কিন রাষ্ট্রদূত পৃথিবীর ভবিষ্যৎ তরুণদের হাতে

বিশ^বিদ্যালয় রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, ‘এই অরক্ষিত ও ত্রæটিপূর্ণ পৃথিবীর ভবিষ্যৎ তরুণদের হাতে নিহিত। তারাই পৃথিবীর ভবিষ্যৎ নেতা। প্রকৃতপক্ষে তোমরাই বিশে^র আসল নেতা। তাই সামনে পা বাড়ানো এবং সাহসী হওয়ার এখনই সময়। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. জোবাইদা নাসরীনের লেখা ‘লিঙ্গ বৈচিত্রের বয়ান’ বই-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত তরুণদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
মিলার বলেন, ‘বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে এমনকি আমার নিজের দেশেও তৃতীয় লিঙ্গের লোকেরা এবং তাদের সমর্থকরা অনবরত সংগ্রাম করে যাচ্ছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাবি প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. নাসরীন আহমাদ বলেন, ‘আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের মানুষদের আপন করে নেয়া হয় না। কিন্তু তাদেরও আমাদের মতো সকল সুযোগ-সুবিধা ভোগ করার অধিকার রয়েছে। তাদের এ সকল সুযোগ-সুবিধা দেয়া তাদের প্রতি আমাদের দয়া নয় বরং এগুলো তাদের অধিকার।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন