শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মেহেরপুরে ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৯, ৭:০৭ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর পুলিশ চেক পোষ্ট থেকে ৪৬০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে গাংনী থানার একটি টিম এ অভিযান চালায়। এ সময় জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাক।
আটকরা হচ্ছে- রাজশাহীর বাঘা উপজেলার নুরু সরদারের ছেলে ট্রাকের চালক রাজিব সরদার, মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের জামরুল ইসলামের ছেলে টিপু, একই গ্রামের সদর আলীর ছেলে স্বপন ও আয়ুব আলীর ছেলে আবেদ।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, মাদক ব্যবসায়ীরা ট্রাকে করে সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছে এই মর্মে সংবাদ পায় পুলিশ। এসময় একটি টীম আকুবপুর নামক স্থানে অবস্থান নেয় ও যান বাহন তল্লাশি চালায়। ট্রাক চালকের টুল বক্সে তিনটি বস্তায় রাখা ৪৬০ বোতল ফেনসিডিল পাওয়া গেলে চারজনকে আটক করা হয়। জব্দ করা হয় ট্রাকটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন