শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ এটি এম শামসুজ্জামান ও পপি’র জন্মদিন

অভি মঈনুদ্দীন : | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

আজ প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান ও চিত্রনায়িকা পপি’র জন্মদিন। এটিএম শামসুজ্জামান সুস্থ্য হয়ে এখন বাসায় অবস্থান করছেন। অন্যদিকেজন্মদিন আসার আগেই পপি এটিএম শামসুজ্জামানের সঙ্গে দেখা করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এসেছেন। আজ চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে দুপুর ১২.৩০ মিনিটে সরাসরি অংশগ্রহণ করবেন পপি। অন্যদিকে এটিএম শামসুজ্জামান বাসা থেকে সরাসরি অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হবেন। জন্মদিন প্রসঙ্গে এটিএম শামসুজ্জামান বলেন, ‘মহান আল্লাহর অশেষ রহমতে সুস্থ্য হয়ে বাসায় ফিরেছি। সবার দোয়া ও ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে গেলাম। ধন্যবাদ আমদের মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি সবসময়ই আমার পাশে ছিলেন, থেকেছেন। শত ব্যস্ততার মধ্যেও খোঁজ রেখেছেন। সত্যিই তিনি শিল্পী বান্ধব প্রধানমন্ত্রী। তার জন্যও আমার অনেক দোয়া। আজ একইদিনে আমার সঙ্গে পপিরও জন্মদিন। পপি আমার মেয়ের মতো। তাকে ভীষণ ¯েœহ করি। তার একটি বিষয় আমার কাছে ভীষণ ভালোলাগে, তা হলো সিনেমাতে কাজ করার ব্যাপারে পপি ভীষণ চুজি। তার কাছে প্রস্তাব গেলেই সে সিনেমায় অভিনয় করে না। এটা অনেক বড় একটি গুণ। তার জন্য অনেক অনেক দোয়া।’ পপি বলেন, ‘শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামানের প্রতি শ্রদ্ধাঞ্জলী। তিনি আমাকে বাবার মতোই ¯েœহ করেন, ভালোবাসেন, আগলে রাখেন। তাই তাকে আমি বাবা বলে ডাকি। তিনি খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারেন। তার মতো এমন মহান শিল্পীর কাছ থেকে আমি যে সম্মান পেয়েছি, ভালোবাসা পেয়েছি তার তুলনা হয় না। তার একটি কথা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে, দেখা হলেই তিনি আমাকে বলেন-তুই সবার থেকে আলাদা।’ পপি আজ তার পরিবারের সঙ্গেই জন্মদিন উদযাপন করবেন। অন্যদিকে আজ আশুরা বলে দিনের বেলায় জন্মদিন নিয়ে কোনরকম আয়োজন রাখেননি এটিএম শামসুজ্জামান। জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে এই দুই অভিনেতা-অভিনেত্রীকে শুভেচ্ছা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন